Skip to main content

Posts

Showing posts from September 12, 2021

আগমনী গান।

 আজ পূব আকাশে জাগলো রামধনু। কাশের বনে বাজলো তোমার  বেণু। সাদা পালকের মতো মেঘ চলে ভেসে দূর দেশে। মিলনের আনন্দ জাগলো আজ তাই নীল আকাশে। ফুলে ফুলে উড়লো পরাগ রেণু। কাশের বনে বাজল তোমার বেণু। আমি কান পেতে শুনি বাতাসে কাঁসর ঘণ্টা ধ্বনি। কলাপাতায় আদুরে দুপুর আজ শুনছে  আগমনী। গাঁয়ের পথে চলছে আলোর ধেনু। কাশের বনে বাজল তোমার বেণু। প্রজাপতি ডানা মেলে খোঁজে সোনালী রোদ্দুর। মঙ্গল ঘট ছোঁয়ানো সিঁদুর, ঢাকের বিলাপ বুনে দিলো সুর। আজ আনন্দ মুখর অণু পরমাণু। কাশের বনে বাজলো তোমার বেণু। ©kdee14/স্বরবৃত্ত ছন্দ/ মূল পর্ব চার মাত্রা/আমার গান।

ডাকছে তরাই।

 তোমাকে বৃষ্টিপাতের দেশে নিয়ে যেতে চাই। সেখানে আকাশের নীল মেখে, কুয়াশা মে‌শা  তিস্তা পারের সবুজ জঙ্গলে, ডাকছে তরাই। সেখানে মেঘেদের খুনসুটি দেখে, চলো না কয়েকটা দিন, একটু অন্যভাবে  কাটাই।   সেখানে কাঠ ঠোকারার গান শুনে কেটে  যাবে বেলা। দু চোখ জুড়ানো সবুজের মাঝে, তোমাকে সঙ্গ দিতে পারে, কয়েকটা  হরবোলা। রোজকার দিন যাপনের গ্লানি, কিছুটা ভুলে যেতে চাই। মনে নেই, শেষ কবে বৃষ্টিভেজা শহরে, জল ভেঙ্গে ঘরে ফেরা। এখানে  মেঘেরা আগন্তুক,কেননা  শহরের  রাস্তার মতো, দিগন্তগুলো ভাঙ্গাচোরা।  যদি বৃষ্টি হতে চাও, চলো মেঘেদের  মতো দুহাত বাড়াই। ©kdee14