তোমাকে বৃষ্টিপাতের দেশে নিয়ে
যেতে চাই।
সেখানে আকাশের নীল মেখে, কুয়াশা মেশা
তিস্তা পারের সবুজ জঙ্গলে,
ডাকছে তরাই।
সেখানে মেঘেদের খুনসুটি দেখে, চলো না
কয়েকটা দিন, একটু অন্যভাবে
কাটাই।
সেখানে কাঠ ঠোকারার গান শুনে কেটে
যাবে বেলা।
দু চোখ জুড়ানো সবুজের মাঝে, তোমাকে
সঙ্গ দিতে পারে, কয়েকটা
হরবোলা।
রোজকার দিন যাপনের গ্লানি, কিছুটা
ভুলে যেতে চাই।
মনে নেই, শেষ কবে বৃষ্টিভেজা শহরে,
জল ভেঙ্গে ঘরে ফেরা।
এখানে মেঘেরা আগন্তুক,কেননা
শহরের
রাস্তার মতো, দিগন্তগুলো
ভাঙ্গাচোরা।
যদি বৃষ্টি হতে চাও, চলো মেঘেদের
মতো
দুহাত বাড়াই।
©kdee14
Comments
Post a Comment