Skip to main content

Posts

Showing posts from October 9, 2022

সোনালী দুপুর।

সেদিন হঠাৎ সোনালী দুপুর বাগানে ফুলেরা কাঁপে কি আবেগে। অগোছালো মন, বোঝেনি তখন, রাত বিছানায় জোনাকিরা জাগে। দুঃখ সুখের কিছু কোলাহল জীবনের মানে না বোঝা পাগল। প্রজাপতি চায় কিছুটা আকাশ, তার কবিতা লেখার অনুরাগে। তোমার নুপূর, টাপুর টুপুর একমুঠো রোদ ছুঁতে ভালো লাগে। কত বাড়ী ঘর, বুনেছে শহর ঘরশোভা, মনলোভা অস্তরাগে। মন চুরি, বুড়োবুড়ি, কিছু ঋণ বসে থাকে এককোণে চিরদিন। এক ফালি রোদ বুনে দিল সুর রাতবিছানা আজ স্মৃতিদের ভাগে।