Skip to main content

Posts

Showing posts from September 20, 2020

একা। শান্তনু দত্ত। বাগনান। (25.09.20)

 স্মৃতির গলি ধরে আজ আমি চলি একা। ক্লান্ত চরণ, শ্রান্ত মনন, জানি না কপালে কী আছে লেখা। জীবনের স্বপ্নপূরণ  নাকি স্বপ্নের জীবন, বোঝা  হলো না আজ। জীবন হয়েছে বোঝা, পিঠে নিয়ে চলেছি সে বোঝা  নেই সাজ। কবেকার সেই অন্ধকার যাত্রায় আমি ছিলাম অপরাহ্ণের  আলো। পরশুরামের কুঠার হতে চেয়ে ভেবেছিলাম মুছে দেব, সমাজের যত কালো। পুরাণের পাতা খসে খসে পড়ে দ্বারে রেখেছি মঙ্গলঘট যদি ভাগ্যটা নড়ে। শুধু কয়েকটা কলাপাতা ছিল প্রয়োজন। ফিরে এলাম না নিয়ে, যখন দেখি জীবনের চক্রে  কলাপাতায় মাছিদের প্রজনন। আজ আমার আকাশ  মেঘে ঢাকা। ক্লান্ত চাঁদ, কেননা আজ  সে একা। রাতের আকাশ কেন কালো? কেন নীল হলো তারাদের আলো? শুধু প্রজাপতির মতো তোমার উড়ন্ত ডাগর চোখ খোঁজে পরিবর্তন। কার ভাবনায় সে পরিবর্তন মেলে দিল পাখা। মৃত্যুর রঙ দিয়ে যুগ সন্ধিক্ষণে আমাকে করে দিল একা।