Skip to main content

Posts

Showing posts from August 23, 2020

সময়। শান্তনু দত্ত। বাগনান। 24.08.20

 বল না সময়, কেন চঞ্চল হয়, কেন পায় না,  সে আজ থামার সময়। কেন তার কাজ হলো শুধু ভেসে চলা, কেন নীরবে হৃদয়ে, বয়ে যায় বেলা। কোন অতীত থেকে সে এই পথে চলে তার হাত ধরে চলি সব কিছু ফেলে। ভুলেছি হৃদয়, জানি কিছু অভিনয় পিছে পড়ে রয়, কত মিলনের মেলা।  আজ আমার মনকে, আমি গেছি ভুলে।  কিছু স্বপ্ন,না বলা কথা, রাখি তুলে।  কত সাধনার মালা গেঁথে রেখে  এসে, কেন শুধু এই টুকু কথা বলা।  দেবতার অভিশাপে তার মন জেগে।  চোখে পড়ে জল রাগে, আর অনুরাগে।  ছায়া জাগে মনে, তাই আজ দুজনের বুঝি চুপচাপ, মুখ ঢেকে পথ চলা।