Skip to main content

Posts

Showing posts from February 28, 2021

কবিতা তুমি। শান্তনু দত্ত। বাগনান। ০৫,০৩,২১।

তোমার সাথে সেদিন, পথে হলো দেখা। কবিতা, আজো তুমি রয়েছো একা একা। ছন্দগুলো দিগন্তে মেলেছে শাখা হঠাৎ ঝড়ে, বৃষ্টি হয়ে ঝরে লেখা। আমি অবাক, ভাবি তুমিতো অবিনাশী। ফুলের মালা গেঁথে কিভাবে ভালোবাসি। আমার আবেগ, প্রাণের কিছু ব্যথা, কুড়িয়ে নিলাম, না বলা কিছুটা কথা। দিন বদলের কবি হতে চায় যারা আমিও তাদের মতো, আজ দিশাহারা। খুঁজি সুর, খুঁজি হারানো দিনের গান কোথায় তুমি, শুধু করেছি নির্মান। আজ এখানে, তুমি এলে কেন কে জানে। এসো কিছুটা সময় কাটাই দুজনে। কবিতা, আজকে তোমাকে দিলাম  ছুটি। সম্পূর্ণ হোক আমার কাটাকুটি। 

হারানো সুর। বাগনান।01.03.21 শান্তনু দত্ত।

আমাকে আলোর মতো করে দাও রোদ্দুর। আলোর গতেবেগ নিয়ে যেতে হবে বহুদূর। জীবনে আজ আমার অতল অন্ধকার। উপায় দেখছি না কোন  এখানে নিজেকে ফিরে পাবার। আজ আমি খুঁজি অন্য আকাশ। আজ আমার বুকে অন্য রঙের পিয়াস। হৃদয়ের কারাগারে মাথা ঠোকে  হারানো সুর। নীল সবুজের মায়ায় কেটে গেছে  কত সকাল বিকাল। গাছের ছায়া পথে কিছুটা বিশ্রাম নিয়ে যায় মহাকাল। স্তব্ধ হয়ে দেখি তাকে, ছায়াপথে বাজে নুপূর। হৃদয়ের হাতছানি দেখেছি তোমার চোখে। দিগন্ত পার করে চলা পাখীদের চোখ ভোরের আলোকে। আমাকে যেতে হবে অন্ধকারে, শুধু কানে বাজে সুর।