আজ পূব আকাশে জাগলো
রামধনু।
কাশের বনে বাজলো তোমার
বেণু।
সাদা পালকের মতো মেঘ চলে ভেসে
দূর দেশে।
মিলনের আনন্দ জাগলো আজ তাই
নীল আকাশে।
ফুলে ফুলে উড়লো পরাগ রেণু।
কাশের বনে বাজল তোমার বেণু।
আমি কান পেতে শুনি বাতাসে কাঁসর
ঘণ্টা ধ্বনি।
কলাপাতায় আদুরে দুপুর আজ শুনছে
আগমনী।
গাঁয়ের পথে চলছে আলোর ধেনু।
কাশের বনে বাজল তোমার বেণু।
প্রজাপতি ডানা মেলে খোঁজে সোনালী
রোদ্দুর।
মঙ্গল ঘট ছোঁয়ানো সিঁদুর, ঢাকের বিলাপ
বুনে দিলো সুর।
আজ আনন্দ মুখর অণু পরমাণু।
কাশের বনে বাজলো তোমার বেণু।
©kdee14/স্বরবৃত্ত ছন্দ/ মূল পর্ব চার মাত্রা/আমার গান।
Comments
Post a Comment