চিন্তায় দিন যায়, খালি পেটে, উড়ে চলে বক ছোট্ট শরীরে তার ঢেকে আছে সাদা পালক। আবেগ ও হাওয়ায়, ভাসে সে নারকেল পাতায় পুকুর হয়েছে ভরাট, তবু সে মাছ চায়। আকাশটা আছে, আছে ওড়ার পরিকল্পনা বহুতল ঘেরা দিগন্ত, তার লাগছে অচেনা। গাছ নেই, পালা নেই, পুকুর হয়েছে গ্রাস দুষ্টু মানুষ করে চলে পরিবেশ বিনাশ। বক ও শুনেছে, মানুষের নাকি ভালো মন তবু কেন তারা ঘর ভাঙ্গে, যখন তখন। তাই তার চোখে নেই ঘুম, পড়ে দীর্ঘশ্বাস বক ফিরে চায় জলাভুমি ও সবুজ ঘাস। তাই একদিন শহরের বক চলে গ্রামে যেখানে কোলাহল নেই, দূষণ আছে থেমে। চিন্তায়, দিন যায়, মন ভালো হয়নি তার। আজ হয়নি খাওয়া, দায় নেই সভ্যতার। গ্রামের পুকুর ভরাট, আজ সেখানে বাড়ী পিচের রাস্তা দিয়ে চলে সেথা ঝকঝকে গাড়ী। কেউ ভাবেনা বকের কথা, সেও কিছু চায়। ছোট ছোট মাছ ভরা, দু একটা জলাশয়। আবেগ ও হাওয়ায় ভাসে সে নারকেল পাতায়। অবুঝ মন খোঁজে মাছ, জীবন ঝরে যায়। তুলতুলে শরীরে তার ইট ছুঁড়েছে যুবক। ডানা ভেঙ্গে নীচে পড়ে মারা গেলো ছোট বক।
Make a dome of Love, after my death, somewhere in this world. I won't mind, if there is no river beside.