Skip to main content

Posts

Showing posts from July 12, 2020

বাদল বাতাস। শান্তনু দত্ত। বাগনান (18.7.20)

বাদল বাতাস, বল আজ  যাবি কার ঘরে। বল কার ঘরে, মেঘ চুরি করে রোদ্দুরে। দিশাহীন পথ,  ঘুরে মরে,  পথে প্রান্তরে।  বলাকার ঝাঁক দল বেঁধে  যায় উড়ে, দূরে। কোন সে আকাশ ফিকে স্বপ্নের মতো নীল। জল চুরি, তাই মেঘ মুখে  নিয়ে ওড়ে চিল।  দুপুরে ঝিলের ধারে, ঝিল  করে ঝিলমিল। কোন উদাসী বাউল আজ দ্বারে দেয় খিল।   বাদল বাতাস, বলে যা কোথায় যাস উড়ে। চল দুপুরে ধানের ক্ষেতে গাই এক সুরে। সময় ঘুমিয়ে ঘাসে, তার ফেরি ডাকে তারে। গৃহহারা মেঘ এলো দ্বারে ক্ষণিকের তরে। আজ বাউলের বেশেই  ঘুরবো সাড়া পাড়া। আজ মিলবো তোর সাথে বাজবে একতারা। সময়ের ফেরিওয়ালা হয়েছে গতি হারা। বাদল বাতাস, আজ হৃদয়ে দিয়েছে ধরা।

সমকোণ।(শান্তনু দত্ত), বাগনান,17.02.2012

 শরীর সন্ধানী মন যখন করে জ্বালাতন। তখন নিঃসঙ্গ নির্জনতায় উপমা  রহিত হয়ে, আমি খুঁজে মরি তোমার চরণ। বিকালের দিকে আমার ক্লান্ত  চোখে, ছায়া পড়ে এক অজানা অচেনা গ্রহের। স্বপ্ন ও বাস্তবের মাঝামাঝি ছুটে চলে মন। ইতিহাসের ছেঁড়া পাতা থেকে  তাকে পিছু ডাকে প্রেম, আবেগ ও মরণ। তারপর কিছু কিছু প্রশ্ন এসে  ভিড় করে মনে। তারা ছুটে যেতে চায় সমস্ত উত্তরের উৎস সন্ধানে। একদিন, একবুক আকাশকে  চোখে রেখে হয়ে যাবো পাখী। উড়ে যাবো দিগন্ত থেকে আরও দূর দিগন্তের পানে, কেননা আরও কিছু কথা আছে বাকী। জেগে আছে আকাশের আঁখি। চলমান বিন্দুর মতো ছুটছি সররেখায়, জীবন বৃত্তের  সন্ধানে। এখানে ত্রিভুজ আছে, অতিভুজ হয়ে আমিও আছি। বহুভুজ মাকড়সার মতো, নিজের শরীর দিয়ে জাল বুনে গেছি কয়েকটা পোকার সন্ধানে। ভাবছি জীবন বাজি রেখে চলে যাবো সমকোণে। অন্য কোন জ্যামিতির মাঝখানে।

বদনাম (শান্তনু দত্ত), বাগনান, 13.07.20.

জীবন পাতার শেষে, লিখি তোমারই নাম ব্যথাগুলো কথা মতো রেখে গেল নীল খাম। অন্ধকার বিবরে জমে আছে কত স্মৃতি  তোমাকে দিলাম বৃষ্টি, আর ভিজে প্রজাপতি।    জানি আমি টাকাই মানুষ, কত তার নাম।  মন আগে না মানুষ, কার দেবে তুমি দাম।  চোখের জলে ভিজি, দুয়ারে না থাক বৃষ্টি।  কাজল কালো হলেই হয় না শুভদৃষ্টি।  আজ ব্যথাগুলো ফের যেতে চায় অভিসারে।  ভাসাই মেঘের ভেলা, রোদের ওপর চড়ে।  দুটি চোখে দুটি পাখী, দুটি মন তাকে চায়।  একটি ফুলে দুটি পাতা, কিভাবে তাকে পায়। আমায় তুমি ভালোবেসেও যদি থাকো দূরে। জীবন সময়ের ফুল, রেখো এ মন্দিরে। জীবন পাতার শেষে, লিখি তোমারই নাম। আমি তোমায় ভালোবাসি, তাই গো বদনাম।