Skip to main content

Posts

Showing posts from November 29, 2020

নিঃসঙ্গতা। বাগনান, ৩০.১১.২০ শান্তনু দত্ত।

 বোবাকথা আর একাকীত্ব নিয়ে আমি  চলি একা। কেটে গেছে কত নিঃসঙ্গ রাত। পায়ে পায়ে এগিয়ে চলেছি, ভোর এসেছে হঠাৎ।   ঘুমিয়ে আছে তোমার শহর, ঘুমিয়ে আছো তুমি,  ঘুমিয়ে আছে ঘর। বৃষ্টির স্বপ্ন দেখেছো কি, বৃষ্টি পড়ে, টাপুর টুপুর ভিজে গেছে ভোর। নিঃসঙ্গতা আজ ছুঁয়ে গেছে মন, নিজেকে খুঁজি কখন। এখনও আমার চোখে, তুমি এক অসামান্য অনবদ্য জীবন। হাত বাড়িয়ে তোমাকে চেয়েছি ছুঁতে, তুমি যাবে কি রেগে। যৌবনের সেই ঊষ্ণ প্রহর, চলে গেছে কবে দূরন্ত আবেগে। এখনও জাগেনি দিন, জাগেনি দিনের কর্মব্যস্ততা। এখনও পাখীর কূজন নেই, জেগে আছে ভোরের নিস্তব্ধতা। তোমাকে ভেবে, আজও চলেছি ভোরের আলোয় শুনেছি বৃষ্টির কথা। বাতাসে ওড়াল চুল, সবুজ ঘাসের চাদরে বসে ভুলে গেছি ব্যথা, একাকীত্ব আর নিঃসঙ্গতা।