এক রাশ বাতাসে পালকের মতো শরৎ উড়ে এলো, আমার নীল আকাশের সীমানায়। পালতোলা নৌকার মতো মন দোলে সোনালী জোয়ার ভাঁটায়। আজ কয়েকটা নীল আকাশ পেরিয়ে নদী পথে ফিরে যেতে চাই উৎসে, তোমার সাথে। যেখানে বাদামী পাথরের খাঁজে ঝরনা মুখর হয়েছে নদী, কালচে সবুজ শেওলার সংঘাতে। সেখানে তুমিও ঝর্ণা হতে পারো, অথবা ঝর্ণা ধারায় নিজেকে খুঁজো জল আয়নায়। এবার যাযাবর পাখীদের মতো ঘরে ফিরে চলো। অন্য আর এক দিন শুনে যাবো নীল পাহাড়ের গান। সাদা মেঘগুলো দল বেঁধে ঘর বাঁধে নীল পাহাড়ের কোলে। এখানে সবুজ ঘাসে মোড়া উপত্যকার, দিন হতে চায় অবসান। একটু পরেই চাঁদ তার রেশমী চুলে কামিনীর গন্ধ বুনে ছড়িয়ে দেবে অন্ধকার। আবার তারাদের আলোয় জোনাকিরা দেখে যাবে, নিস্তব্ধ অরণ্যের কতটা গভীরে লুকিয়ে আছে উষ্ণ প্রস্রবণ। তারপর, একটু উষ্ণ স্নান সেরে তুমিও ঘুমিয়ে যাবে ফেলে আসা স্বপ্নের দেশে। সেইসব জোনাকির মতো, ফসফরাসের আলোয় একঘেয়ে হয়ে গেছে যাদের জীবন।
Make a dome of Love, after my death, somewhere in this world. I won't mind, if there is no river beside.