Skip to main content

Posts

Showing posts from December 13, 2020

মঙ্গলদীপ। বাগনান। ১৫.১২.২০। শান্তনু দত্ত।

কোন দিন ভাবিনি আমি কবি হবো। আজ আবার, মধ্য যৌবনের শেষ প্রান্তে এসে কলম ধরেছি। তাই হয়তো, আমার কলমে শুধু বেলা শেষের গান। তাই হয়তো, পৃথিবীর অপরাহ্ণের আলোয় খুঁজে নিতে চাই নিজেকে, এই শেষবার। জীবনের ঘর ভেঙ্গেছে অনেকবার, তাই কবিতা আজ আমার শেষ আশ্রয়। আমার কবিতা হয়তো একদিন আমার  মতো হারিয়ে যাবে। যেহেতু জীবন নশ্বর,  পৃথিবীর কক্ষপথ ছেড়ে গভীর অন্ধকারে হারিয়ে যাবার আগে, এই বিশ্বাস রেখে যেতে চাই, আমার মরণ হলেও, আমার কবিতা হবে মৃত্যুহীন। ঠিক কতো দিন বাদে ফিরে পাবো এই  নীল আকাশ, জানা নেই। তবে যদি দেখি আকাশের রঙ বদলায়, লাল আকাশ, লাল পাহাড় ও লাল মাটির দেশে  খুঁজে নেবো আমার নতুন ঠিকানা। এরপর, তোমাদের  সাথে দেখা হবে মঙ্গলে। হে বন্ধু, বিদায়, আমার বিদায় বেলায় মঙ্গলদীপ রেখো জ্বেলে।