Skip to main content

Posts

Showing posts from October 3, 2021

আবার কবে।

 আবার কবে ফিরে যাবো সেই সোনালী শৈশবে। বিকালের সবুজ মাঠ ডাকে তোমাকে, আমাকে। আজ ভিড় বাসে মুখ রাখি জানালায় দেখি, কতটা আকাশ দেখা যায়। ময়দান আজও জাগে পাখীদের কলরবে। আবার কবে ফিরে যাবো সেই সোনালী শৈশবে। বিকালের সবুজ মাঠ ডাকে তোমাকে, আমাকে। রক্তে তখন ছিল শুধু ফুটবল মাঠে যেতাম রোজ, হোক না ঝড়, জল। কবে যেন সেই সব দিন  হারালো নীরবে। আবার কবে ফিরে যাবো সেই সোনালী শৈশবে। বিকালের সবুজ মাঠ ডাকে তোমাকে, আমাকে। ©kdee14/আমার গান।