Skip to main content

Posts

Showing posts from August 16, 2020

নীড় ভাঙ্গা। শান্তনু দত্ত। বাগনান। 22.08.20

যদি বলো, ফিরে যাব, সে সমাহিত অতীতে যে পথে ঘোরে ফেরে স্তব্ধ, অতল, অন্ধকার। আমি শিশিরের বুকে আলো হয়ে করি বাস,  চেয়ে দেখো, আমিই সেই সাকার নিরাকার।  তোমার চোখে উঁকি মারে এক অজানা আকাশ  ঋষিদের মন নিয়ে, তুমি চেতনায় করো পার।  যদি সে আকাশ পার করে কোন চাঁদ পাও রাতে, নীড়ভাঙ্গা পাখি হয়ে, উড়ে যেও,স্বপ্ন হয়ে তার।  কয়েকটা স্বর্ণালী নীল সন্ধ্যা, জীবনের বন্ধন।  কয়েকটা সন্ধ্যা, মনের প্রদীপ হয়ে যায় জ্বলে। কয়েকটা, শোঁয়াপোকা হয়ে ঘুমায় ইশারায়,  কয়েকটা প্রজাপতি হয়ে উড়ে যায় ফুলে ফুলে।  যদি বলো, আমার হাসিতে ছিল অভিনয় হতে পারে, তোমার হাসিতে যদি মন ওঠে দুলে।  সেই দোল টুকু থাক, ভরে দিয়ে যাক যৌবন   কয়েকটা রূপসী সন্ধ্যা নিয়ে, আমি যাব চলে। 

রঙ্গীন। শান্তনু দত্ত। বাগনান। 20.08.20

সেদিন ও কেন যেন,  তুমি ছিলে উদাসীন  সেদিন ও বৃষ্টিতে, ভিজে ছিল মিলনের দিন।  আনন্দবিহীন হাসি হয়ে, দিন গেল ঝরে, ভেবেছিলাম, তুমি আবার রঙ্গীন হবে, নতুন করে।  সেদিনও গানে,দানে কাটালাম সারাবেলা তোমার চোখের বাঁকে, ছিল সুপ্ত অবহেলা।  নদীকে বাঁধন দিলে তার ভাঙ্গন অনিবার্য তোমার চোখের দেখেছিলাম অস্তমিত সূর্য।  আজকে ফিরে পেলাম বৃষ্টি ভেজা মিষ্টি সেদিন অলস বেলায় ফেরালো তোমার স্মৃতি অমলিন।  বুঝি আজ আমি, মজে যাওয়া এক গতিহীন নদ বুঝি নির্বাক গাছে ঘেরা,  খেয়া হীন এক হ্রদ।  যে আলো তারায় খুঁজি, সে তারা দিনে ঢাকা  যে আলো আমার চোখে, সে আলোয় তুমি একা। শুনেছি আলোর বাণী,  লুকিয়ে তোমার বুকে,  আমাকে দিলে আলো, বাণীগুলো দেবে কাকে।