জানি তুমি অমৃতের সন্তান। তাহলে এত বিষ কেন তোমার মননে সময়ের কালচক্রে, তোমার পুরুষ শরীর মেয়েদের মন নিয়ে উঠলো জেগে, তুমি কি নারী? নিজেকে প্রশ্ন করে দেখ, তুমি কে? ওরা বলে, পৃথিবী আমার মা। ওরা কারা। তুমি জানো। ওরা বলে, তুমি শ্রেষ্ঠ, তুমি প্রকৃতি। আমি জানি, তোমাকে সাজিয়েছে পৌরষ, তার ভাবনায়। দু একটি ব্যতিক্রম ছাড়া আমিও এক নারী। ওরা বলে, রূপান্তরকামী। ওরা কারা। কিসের রূপান্তর। আমি মননে বিশ্বাসী। ওরা বলে পৃথিবী আমার মা। কেন। পৃথিবী বাবা হলে কি সমস্যা। ওরা বলে, পুরুষ ধর্ষক। আমি জানি, তা নয়। ধর্ষক হলো মনন। পুরুষ ও ধর্ষিত হতে পারে। ওরা বলেছিল সাম্যবাদ চায়। ওরা কারা। অথবা নারীবাদ। তাই হোক, সমস্ত তত্ত্ব ওরা নিয়ে থাক। আমি জানি, গৃহী গৃহস্থের মতো প্রেম যদি দিই, থেমে যাবে সব বিবাদ। বৃষ্টি আসতে পারে। বৃষ্টি কেন হয়। তুমি চাইলে আমি ছাতা হতে পারি। সেই কবে থেকে আমি বৃষ্টিতে ভিজি। তুমি কি বৃষ্টি হবে? ভেজার আনন্দ আমি তোমার সাথে ভাগ করে নিতে পারি।
Make a dome of Love, after my death, somewhere in this world. I won't mind, if there is no river beside.