তোমার সাথে সেদিন, পথে হলো দেখা।
কবিতা, আজো তুমি রয়েছো একা একা।
ছন্দগুলো দিগন্তে মেলেছে শাখা
হঠাৎ ঝড়ে, বৃষ্টি হয়ে ঝরে লেখা।
আমি অবাক, ভাবি তুমিতো অবিনাশী।
ফুলের মালা গেঁথে কিভাবে ভালোবাসি।
আমার আবেগ, প্রাণের কিছু ব্যথা,
কুড়িয়ে নিলাম, না বলা কিছুটা কথা।
দিন বদলের কবি হতে চায় যারা
আমিও তাদের মতো, আজ দিশাহারা।
খুঁজি সুর, খুঁজি হারানো দিনের গান
কোথায় তুমি, শুধু করেছি নির্মান।
আজ এখানে, তুমি এলে কেন কে জানে।
এসো কিছুটা সময় কাটাই দুজনে।
কবিতা, আজকে তোমাকে দিলাম ছুটি।
সম্পূর্ণ হোক আমার কাটাকুটি।
Comments
Post a Comment