আমাকে আলোর মতো করে
দাও রোদ্দুর।
আলোর গতেবেগ নিয়ে যেতে
হবে বহুদূর।
জীবনে আজ আমার অতল
অন্ধকার।
উপায় দেখছি না কোন
এখানে নিজেকে ফিরে পাবার।
আজ আমি খুঁজি অন্য আকাশ।
আজ আমার বুকে অন্য রঙের
পিয়াস।
হৃদয়ের কারাগারে মাথা ঠোকে
হারানো সুর।
নীল সবুজের মায়ায় কেটে গেছে
কত সকাল বিকাল।
গাছের ছায়া পথে কিছুটা বিশ্রাম
নিয়ে যায় মহাকাল।
স্তব্ধ হয়ে দেখি তাকে, ছায়াপথে
বাজে নুপূর।
হৃদয়ের হাতছানি দেখেছি তোমার
চোখে।
দিগন্ত পার করে চলা পাখীদের চোখ
ভোরের আলোকে।
আমাকে যেতে হবে অন্ধকারে, শুধু
কানে বাজে সুর।
Comments
Post a Comment