যদি বলো, ফিরে যাব, সে সমাহিত অতীতে
যে পথে ঘোরে ফেরে স্তব্ধ, অতল, অন্ধকার।
আমি শিশিরের বুকে আলো হয়ে করি বাস,
চেয়ে দেখো, আমিই সেই সাকার নিরাকার।
তোমার চোখে উঁকি মারে এক অজানা আকাশ
ঋষিদের মন নিয়ে, তুমি চেতনায় করো পার।
যদি সে আকাশ পার করে কোন চাঁদ পাও রাতে,
নীড়ভাঙ্গা পাখি হয়ে, উড়ে যেও,স্বপ্ন হয়ে তার।
কয়েকটা স্বর্ণালী নীল সন্ধ্যা, জীবনের বন্ধন।
কয়েকটা সন্ধ্যা, মনের প্রদীপ হয়ে যায় জ্বলে।
কয়েকটা, শোঁয়াপোকা হয়ে ঘুমায় ইশারায়,
কয়েকটা প্রজাপতি হয়ে উড়ে যায় ফুলে ফুলে।
যদি বলো, আমার হাসিতে ছিল অভিনয়
হতে পারে, তোমার হাসিতে যদি মন ওঠে দুলে।
সেই দোল টুকু থাক, ভরে দিয়ে যাক যৌবন
কয়েকটা রূপসী সন্ধ্যা নিয়ে, আমি যাব চলে।
Comments
Post a Comment