সেদিন ও কেন যেন, তুমি ছিলে উদাসীন
সেদিন ও বৃষ্টিতে, ভিজে ছিল মিলনের দিন।
আনন্দবিহীন হাসি হয়ে, দিন গেল ঝরে,
ভেবেছিলাম, তুমি আবার রঙ্গীন হবে, নতুন করে।
সেদিনও গানে,দানে কাটালাম সারাবেলা
তোমার চোখের বাঁকে, ছিল সুপ্ত অবহেলা।
নদীকে বাঁধন দিলে তার ভাঙ্গন অনিবার্য
তোমার চোখের দেখেছিলাম অস্তমিত সূর্য।
আজকে ফিরে পেলাম বৃষ্টি ভেজা মিষ্টি সেদিন
অলস বেলায় ফেরালো তোমার স্মৃতি অমলিন।
বুঝি আজ আমি, মজে যাওয়া এক গতিহীন নদ
বুঝি নির্বাক গাছে ঘেরা, খেয়া হীন এক হ্রদ।
যে আলো তারায় খুঁজি, সে তারা দিনে ঢাকা
যে আলো আমার চোখে, সে আলোয় তুমি একা।
শুনেছি আলোর বাণী, লুকিয়ে তোমার বুকে,
আমাকে দিলে আলো, বাণীগুলো দেবে কাকে।
Comments
Post a Comment