জীবন পাতার শেষে, লিখি তোমারই নাম
ব্যথাগুলো কথা মতো রেখে গেল নীল খাম।
অন্ধকার বিবরে জমে আছে কত স্মৃতি
তোমাকে দিলাম বৃষ্টি, আর ভিজে প্রজাপতি।
জানি আমি টাকাই মানুষ, কত তার নাম।
মন আগে না মানুষ, কার দেবে তুমি দাম।
চোখের জলে ভিজি, দুয়ারে না থাক বৃষ্টি।
কাজল কালো হলেই হয় না শুভদৃষ্টি।
আজ ব্যথাগুলো ফের যেতে চায় অভিসারে।
ভাসাই মেঘের ভেলা, রোদের ওপর চড়ে।
দুটি চোখে দুটি পাখী, দুটি মন তাকে চায়।
একটি ফুলে দুটি পাতা, কিভাবে তাকে পায়।
আমায় তুমি ভালোবেসেও যদি থাকো দূরে।
জীবন সময়ের ফুল, রেখো এ মন্দিরে।
জীবন পাতার শেষে, লিখি তোমারই নাম।
আমি তোমায় ভালোবাসি, তাই গো বদনাম।
Comments
Post a Comment