শরীর সন্ধানী মন যখন করে
জ্বালাতন।
তখন নিঃসঙ্গ নির্জনতায় উপমা
রহিত হয়ে, আমি খুঁজে মরি
তোমার চরণ।
বিকালের দিকে আমার ক্লান্ত
চোখে, ছায়া পড়ে এক অজানা
অচেনা গ্রহের।
স্বপ্ন ও বাস্তবের মাঝামাঝি ছুটে
চলে মন।
ইতিহাসের ছেঁড়া পাতা থেকে
তাকে পিছু ডাকে
প্রেম, আবেগ ও মরণ।
তারপর কিছু কিছু প্রশ্ন এসে
ভিড় করে মনে।
তারা ছুটে যেতে চায় সমস্ত
উত্তরের উৎস সন্ধানে।
একদিন, একবুক আকাশকে
চোখে রেখে হয়ে যাবো
পাখী।
উড়ে যাবো দিগন্ত থেকে আরও
দূর দিগন্তের পানে, কেননা
আরও কিছু কথা আছে বাকী।
জেগে আছে আকাশের আঁখি।
চলমান বিন্দুর মতো ছুটছি
সররেখায়, জীবন বৃত্তের
সন্ধানে।
এখানে ত্রিভুজ আছে, অতিভুজ
হয়ে আমিও আছি।
বহুভুজ মাকড়সার মতো,
নিজের শরীর দিয়ে জাল বুনে
গেছি কয়েকটা পোকার সন্ধানে।
ভাবছি জীবন বাজি রেখে চলে
যাবো সমকোণে।
অন্য কোন জ্যামিতির মাঝখানে।
Comments
Post a Comment