হঠাৎ আলগোছে এলো বাতাস
জানালা দিয়ে উঁকি মারে একফালি
আকাশ।
রোজ ভাবি, ফের কবে আসবে
বৃষ্টিতে ভেজার দিন।
কে জানে চলেছি কোথায়।
বোবা মন, আর কিছু ফেলে আসা দিন।
তবুও স্বপ্নবৃষ্টিতে ভিজি আমি, জানি
এ শুধু ভালোবাসার ঋণ।
কথা দাও, শহরে কোথাও
তুমি আমি ছুটে যাবো মেঘের আড়ালে।
হৃদয়ের ভাঁজে জমে সুখ, তোমার
উষ্ণ পরশ পেলে।
স্মৃতি জেগে আছে গাছের পাতায়।
বিকালের রোদ কাঁপে একেলা
পাখীর ডানায়।
বৃষ্টি পড়ে মনে, তুমি এলে রোদবৃষ্টি
একসাথে ঘরে চিরদিন।
©Kdee14
Comments
Post a Comment