যদি বলো, এক দিন এ মহাবিশ্ব ছাড়িয়ে
আমি মেঘ হয়ে উড়ে যাবো দূর অজানায়।
অচেনা আকাশে নিজেকে যেতে চাই পেরিয়ে
পাখীদের আলাপচারিতায়, দিন চলে যায়।
স্বর্ণালী বিকালগুলো মুখে নিয়ে ওড়ে চিল
চাঁদ জাগে, তাই রাতের আকাশ হলো নীল।
যদি আসো সাগরের ঢেউ শরীরে জড়িয়ে
আমি বৃষ্টি হবো রাতে, অজানা উপত্যকায়।
আমি বৃষ্টি হতে চাই, একদিন বেলা শেষে
ঝড়ের দিগন্ত ঢেকেছে একরাশ ঝরা পাতা।
তুমি শিশিরের বুকে আলো হয়ে কত দেশে
দেবে নতুন সকাল, শুধু আমি জানবো না তা।
যেখানে মনও জেনে নিতে চায়, তার শেষ
যেখানে তোমার ভালোবাসা হয়েছে বিশেষ।
যেখানে দ্বিখণ্ডিত পথে জেগেছে নীরবতা,
সেখানে আমি হতে চেয়েছি তোমার কবিতা।
©Kdee14
Comments
Post a Comment