আজ শেষ হয়ে গেছে বাংলার আশা।
আজ শেষ হয়ে গেছে বাঙ্গালীর গর্ব,
বাঙ্গালীর প্রত্যাশা।
আজ নেই মন, তাই খুঁজি গৃহকোণ
চারিদিকে এতো হিংসা, এতো হানাহানি
কাঁদে আপনজন।
এই বাংলা আমার নয়, এই বাংলা
নয় তোমার।
যে বাংলা ভালোবাসে, বিদ্বেষ-বিষ নাশে
সে বাংলা দাও ফিরিয়ে আবার।
ওই শোন এক সুরে বাজে
মন্দিরে ঘণ্টাধ্বনি আর মসজিদের
আজান।
চেয়ে দেখো, দিন শেষে একসাথে
ঘরে ফেরে হিন্দু-মুসলিম,
যতো ক্লান্ত কৃষাণ।
এই যে রাম, সেই তো রহিম
দুজনেই হৃদয়ে একসাথে আছে
অন্তর্লীন।
তাই মানুষের মাঝে খুঁজি দেবতা,
একদিন সে দেবতার চরণে হতে চাই
বিলীন।
ভারত- আত্মা বাংলা সবাইকে
ভালোবাসে।
বাংলার আকাশ, বাংলার বাতাস
জড়িয়ে থাক
সেই অটল বিশ্বাসে।
©Kdee14
©santanudatta_
Comments
Post a Comment