চল আজ, অরণ্যবেষ্টিত ঘুম ভাঙ্গা ভোরে
শুনি গিয়ে, নাম না জানা পাখীর কলরব।
হাওয়া মাঠ আর সবুজ পাতার বাহুডোরে
চল খেলি, যদি খুঁজে পাই হারানো শৈশব।
আজ শহুরে জীবন, চারিদিকে রুদ্ধদ্বার
দোকানে, বাজারে, ঘোরে আত্মমগ্ন কিছু শব।
আলোময় পথ, কিন্তু তবুও কি অন্ধকার
মধ্যবিত্ত মন কাঁদে, সে চায় নি এই বৈভব।
যেখানে নদীর ধারে, জমে আছে অন্ধকার
সেখানে জোনাকির আলো, কাছে টানে জীবন
শান্ত কালো জলে, ভেসে চলা এক নৌকার
যাত্রী হয়ে, আমি চাই এক স্বপ্নের মরণ।
আজ, তুমি তোমার পথে, আমি চলেছি একা
জীবন আছে, স্বপ্নগুলো কবেই মারা গেছে।
ভগ্ন হৃদয়ে নেই প্রেম, নেই মানবিকতা,
ভেসে চলি শেওলার মতো, নিয়তির কাছে।
©kdee14
©santanudatta_/18.05.22/বাগনান।
Comments
Post a Comment