সেদিন শহরে হঠাৎ ঝাঁপালো বৃষ্টি।
এলো চূলে, তুমি সামনে এসে দাঁড়ালে, দুচোখে
ভিজে দৃষ্টি।
ঝড়ে ছুটে এলো খড়কুটো, ছাতা গেল উড়ে।
লজ্জিত নত মস্তকে, বললে মৃদু স্বরে
দেখুন, কি অনাসৃষ্টি।
সেই শুরু,
তারপর কত বর্ষা গেছে চলে।
কাকভেজা রাস্তায় তোমাকে নিয়েছি কোলে।
জীবনের কিছু পথ চলেছি একসাথে
বাকি পথ একা যেতে হবে,
তাই
বুক করে দুরুদুরু।
তারপর,
জানি না কখন, তুমি হৃদয়ের অন্ধকারে
জ্বেলে গেলে দিয়া।
ছুটে গিয়ে দেখি সুনীল আকাশ, নদীর পাড়ে
বাঁধা আছে তোমার শূন্য খেয়া।
আজ নীরবতার কাব্য নিয়ে গাছেরা
মেলেছে পাতা,
তোমার হৃদয় এঁকেছি, এখনও টেবিলে
পড়ে আছে, ছেঁড়া খাতা।
আমিও হতে চেয়েছি তোমার প্রেমিক,
চেহারায় কালি পড়ে, তাই ভয় পেয়ে তোমাকে
খুঁজি আয়নায়।
ভিজে বাতাসের ছোঁওয়া পেয়ে ভাবি,
এই বুঝি
তুমি ফিরে এলে মৃদু পা'য়।
@Kdee14
©santanudatta_
Comments
Post a Comment