তোমার চোখের পাতায় লেখা আছে
আমার নাম।
জীবনে, প্রেম আসে না বলে কয়ে,
আমি কাগজের নৌকা গড়ি, দিন যায় ক্ষয়ে।
রাস্তার জমা জলে আমার ব্যথারা যায়
পাল তুলে,
কেউ দেয়না তার দাম।
আমার কবিতারা বসে আছে সূর্যোদয়ের পথে,
তুমি আসবে বলে ভোরের
আলো হয়ে।
মেঘেদের হাতে চিঠি পাঠালাম।
স্মৃতিগুলো পথ হতে চায়, সময়ের
সাথে।
বেহিসাবী ভাবনাগুলো, পাখী হয়ে
উড়ে যেত চকিতে।
রিক্ত হৃদয় দিয়ে যাবে তার শেষ সঞ্চয়
যদি আগে জানতাম।
নিঃসঙ্গতা অন্ধকারে বাঁধে ঘর।
সলতে পাকানো চাঁদ নিঃশব্দে গুনছে প্রহর।
মেঘেদের বলেছি তোমাকে খুঁজে
দিতে,
আমার কবিতা চায় তোমার কণ্ঠস্বর।
জানি এ জীবন এক খোলা চিঠি
তুমি পড়ে নিতে পারো,
নেই খাম।
©Kdee14/25.02.22/ব্যারাকপুর।
©santanudatta_
Comments
Post a Comment