তোমার আঁখিপাতে,ওঠে জেগে
কবিতা
তোমার চলার ছন্দ, ভুলিনি
আজো তা।
আকাশের বুকে, মেঘেরা মেলেছে
ডানা
ঝোপের আড়ালে উঁকি মারে
হাসনুহানা।
তোমাকে জেনেছি বিকালের
অস্তরাগে
যে পথে তুমি চলো, সে অনন্তে
কে জাগে।
হয়তো তুমি ভেঙ্গেছো, হৃদয়ের
সীমানা
আমি হেঁটে চলি, পাইনি তোমার
ঠিকানা।
তুমি সানায়ের সুর হলে,
আমি মরি
তুমি ফাগুন বাতাস হলে,
আমি উড়ি।
কাল আসে যায়, বাজে
সময় নুপূর
তুমি আমি শুনে যাব, তার
কিছু সুর।
তুমি ছুঁয়ে দিলে,ফুল প্রাণ
পেয়ে হাসে
তুমি রঙ দিলে, তাই রামধনু
আকাশে।
©Kdee14/ঠিকানা/Sonnet
©santanudatta_
Comments
Post a Comment