আমাকে ফিরিয়ে নিয়ে
চলো,
যেখানে আমার অতীত ঘুমিয়ে আছে।
সৃষ্টির সেই দিন থেকে
আজও আমি ক্রমশঃ এগিয়ে চলেছি
ভবিষ্যতের দিকে।
মৃত্যু
সেও তো এক নতুন জীবনের
সুত্রপাত।
আপাততঃ কিছুটা সময় দিয়েছে
এই পৃথিবী।
নিজেকে চিনে নেওয়ার জন্য।
তাই আজ
তোমার কবিতাগুলো নিয়ে বসে
আছি।
কেউ বলেছিল,
তোমার কবিতারা কথা বলে, গান গায়।
আমি পড়ে দেখি,
এ তোমার সৌন্দর্য্য, তোমার অমর
প্রেম,
আজ মেঘবৃষ্টির কাব্য হয়ে ভাসে।
হয়তোএ জীবন ছিল অপরিহার্য
আমারও কাছে।
কিছু শিক্ষা যা পৃথিবী দিয়েছে,
কিছু প্রেম, কিছু ব্যথা, বিরহ ও যন্ত্রণা
যা হয়তো আমি চেয়েছিলাম,
জন্ম নেবার আগে।
আমার মৃত্যুর পর,
এক দেহমনহীন সত্তা ধীরে ধীরে
অনন্তে বিলীন হয়ে যাবে।
হয়তো বহুযুগ পরে, আবার কোন
শীর্ণ নদীর ধারে,
আমি জেগে উঠবো চাঁদের আলোয়।
তোমার রূপমুগ্ধ এক পুরুষ।
©Kdee14/28.12.21/আমি।
©santanudatta_
Comments
Post a Comment