কে তুমি মাঝি
আমার জীবন তরী নিয়ে এগিয়ে চলো
মহাকালে।
একা আমি
বসে আছি আলোর আশায়, পথ ভিজেছে
নয়ন জলে।
যে মন
থাকে পথের ধূলায়।
সে মন কুড়িয়ে নিয়ে আমি উড়ে যেতাম
দূর আকাশে মেঘের
ভেলায়।
সে মন আমি তোমায় দিয়ে, হারিয়ে
যাবো চরণতলে।
জীবনে থেকে গেল যা কিছু
চাওয়া পাওয়া,
স্মৃতিগুলো তার আলোর মতো
করবে ধাওয়া।
মধ্যরাতের তারার মতো উঠবে
দুলে।
আজ ঘুচে যাক সকল গ্লানি।
কথা দাও,
হৃদয়ের দ্বার খুলে, জ্বালিয়ে দেবে
পরশমণি।
বাঁচি, সে মণির আলোর ছোঁওয়ায়,
আমার
'আমি' বিনাশ হলে।
©Kdee14/মাঝি/22.12.22/ব্যারাকপুর।
©Santanudatta_
Comments
Post a Comment