আমি তোমাকে ফিরে পেতে চাই,
তুমি কোথায়।
আমি অনেক খুঁজেছি তোমাকে
কখনো পাতা ঝরা পথে, কখনো বা খোলা
জানালায়।
জানি তুমি আসবেনা ফিরে জীবনে
আমার।
আমি সূর্যের আলো খুঁজেছি,
রাতের
প্রদীপ শিখায়।
কিছু কথা পড়ে থাকে হৃদয়ের
অন্তরালে।
কিছু মান- অভিমান, প্রেম, রাগ, দ্বেষ সব
পড়ে থাকে কবরে, কালের
খেয়ালে।
আমি কে, নিজেই জানি না, তাই নিজেকে
খুঁজি
সময়ের আয়নায়।
জানি, আর হবে না দেখা কখনো, যদি
একবার
জীবনের দীপ নিভে যায়।
আজ সব স্মৃতি তাই
বেদনার।
কিছু মুখ ভাসে চেনা অচেনার ভীড়ে
স্মৃতিগুলো শুধু পিছু ডাকে,
বলে, আমি কার।
আমি জীবনের পথে একা হেঁটে চলি
তোমার সাধনায়।
জানি ফিরে যেতে হবে সেখানেই
যেখানে,
চাঁদের আলো, ফুলের গন্ধে সাগরের
কালো জলে মিশে যায়।
©kdee14/প্রীয়তমা/02.12.21/ Bagnan.
Comments
Post a Comment