যদি শোন, নীল চাঁদ বলে, এ তো খেলা নয়
অনাসক্ত আকাশের কোলে গিয়েছে হারিয়ে।
মনে করো, তুমি এক অসময়ে ফোঁটা ফুল
ঝরে যাবে, জানি না কোথায়, কে নেবে কুড়িয়ে।
দেখেছি তোমার চোখে, রাত হয়েছে ব্যাকুল
হয়তো ভাবে, সে ও কোন দিন যাবে বুড়িয়ে।
যদি দেখো, ভালোবেসে আজ হলো পরাজয়
অক্ষয় জোনাকির মতো, যাও দিগন্তে পেরিয়ে।
কয়েকটা স্বর্ণালী সন্ধ্যা, জীবনের বন্ধন
তবু তারা, মোমের নীল আগুনে পুড়ে মরে।
কয়েকটা ভ্রূকূটি ছিল দিগন্তের আলোয়
কয়েকটি আকূতি হারিয়ে যাবে যুগান্তরে।
যদি ভাবো, আমি এক মহাজাগতিক লয়
হঠাৎ জেগেছি আমি, আজ অনন্ত জঠরে।
জানি একদিন থেমে যাবে জীবন স্পন্দন
এক হয়ে মিশে যাব, সেই শাশ্বত মন্দিরে।
©kdee14
Comments
Post a Comment