আজ আমার ভাবনাগুলো, তোর মনের
আকাশে পাঠালাম।
তোর অচেনা মনে কয়েদ হলাম, দিগন্ত
হারানো ব্যথায়,
চল যাই সেইখানে, দুই রাস্তার মাঝে
বৃষ্টি পড়া সে ঠিকানায়।
সেখানে যাযবর মেঘেরা ভিড় জমায়।
এক পশলা নিঃসঙ্গতা যখন বৃষ্টি
হয়ে ঝরে,
তোর হাত ছোঁওয়া মৃত্যু আমার জীবন ভরে
দেয় উপহারে।
আমার দুঃখগুলো লিখে রেখে যাব
সময়ের খাতায়।
আজ এই সোনালী সকাল তোর কল্পনায়,
হতে পারে কবিতা।
আজ
এই নীল রাত,
তোর চোখের পলক পড়ার মতো করে
যদি নামে,
আমার চোখে, তা এক অনিবার্য কদর্যতা।
©kdee14
Comments
Post a Comment