আজ কনে দেখা আলো, লাগলো তোমার চোখে
বিকালে রাস্তায়, হঠাৎ দেখা হলো বৈশাখে।
মন নিয়ে, মন দিয়ে চলে যায় শ্রীচরণ
বুঝলো না আকাশ, দিলো বিষণ্ণ সন্ধ্যা তখন।
হৃদয়ের বাঁকে জাগে প্রশ্নে তার, অন্ধকার
আদিগন্ত ব্যাপ্ত শূন্যে, আমি কার, তুমি কার।
অতৃপ্ত চাঁদ ও খোঁজে জোছনার বর্ণমালা
বৃক্ষরাজি গোপনে মেলে দিগন্তে ডালপালা।
আকাশ জানেনা রামধনু আছে তার বুকে
বেদনার স্মৃতিনিয়ে ঘুমিয়ে পড়েছে লোকে।
জোনাকির রংমশাল কি তা, জানলো না সকাল
ঝরণার জল খোঁজে পাহাড়ের উঁচু ঢাল।
আদিগন্ত ব্যাপ্ত শূন্যে, আমি যার, তুমি তার
একই আকাশে একই চাঁদ, হয়েছে দুজনার।
বিরহের স্মৃতিগুলো উড়ে যাবে বহুদূর
যেখানে সবুজ পাথর, নীল জলে বোনে সুর।
লাল নীল মাছ হয়ে স্রোত নিয়ে খেলি বুকে
চলো উড়ি পাখী হয়ে, দিগন্তে কাল বৈশাখে।
শান্তনু দত্ত। বাগনান। 20.06.21
©kdispoems
Comments
Post a Comment