জানি না কখন, থেমে যাবে জীবন
আকাশের কাছে, রেখে যেতে হবে মন।
কিন্তু হৃদয়, দিয়ে যাব কার কাছে,
হৃদয় সামলে রাখে এখানে কে আছে।
যদি, আমার কবিতা পড়ে যায় রাত
তালসারি জেগে বলে, আজ সুপ্রভাত।
যদি, নীল আকাশে তারারা ওঠে জেগে,
যদি ক্লান্তি আসে, প্রকৃতিকে ভালোলেগে।
যদি বিষাদের ঢেউ বুকে আসে নেমে।
আমার কবিতারা আসে ব্যর্থ প্রেমে
কাগজের নৌকা গড়ে, নিঃস্ব বিকালে
কবিতাগুলো ভাসিও পুকুরের জলে।
আমার শরীর দিয়ে যাব পৃথিবীকে
আমার চাহনী মেঘ হবে বৈশাখে।
আমার মনন আজ দিলাম তোমাকে।
আমার আওয়াজ পাখীর কাকলিকে।
কোনদিন যদি ফিরি তোমাদের কাছে
বৃষ্টি হতে চাই, দিগন্তে গাছে গাছে।
সীমানা পেরিয়ে, উড়ে যাব চারিদিকে
কুয়াশা যখন, ঢাকে সবুজ বনানিকে।
Comments
Post a Comment