পথ এখনও অনেক বাকী
জীবনে কিছু মেঘ, কিছু ঝড় নিয়ে
ছুটে আসে কালবৈশাখী।
আশার তরী নিয়ে চলেছি উজানে
ঝাঁকে ঝাঁকে অজানায় উড়ে চলে
ছোট পাখী।
যে পাগল থাকে পথে
আমি বারবার পড়ি তার প্রেমে।
শুধু মন নিয়ে খেলা,
আত্মমুক্তি যায়, যাক না থেমে।
আজ কথায় কথায় দোষ না দিয়ে
ভালো হতে চাই তার দুঃখ নিয়ে
প্রকৃতির রৌদ্রছায়া মেখে
তাকে নিয়ে হবো চিরসুখী।
Comments
Post a Comment