এই আকাশে শুনি তোমার বীণা বাজে,
(বাজে) আমার সকল কথা ও ব্যথার মাঝে।
বিশ্বলোকের ডাকে আমি যাব না থেমে।
আমি আছি গৃহস্থের সকল প্রেমে।
পথের ধূলায় খেলেছি ধূলার সাজে।
নানা রঙের মেঘেরা যায় দূরদেশে
নানা মনের মণিকোঠায় যায় মিশে।
আজ গাছে গাছে আঁধারের হাতছানি
কক্ষচ্যূত হয়ে ছুটছে রাগ রাগিনী।
তোমার সুরে দোলে তারা সকল কাজে।
Comments
Post a Comment