তপ্ত বৈশাখের ফুল ঝরা
বেলা শেষে
তুমি আসবে বলে আমি
এসেছিলাম।
কিছু শূন্যতা আর শুষ্কতা
বুকে নিয়ে
জীবনের ফেরী আজ
নোঙ্গর দিলাম।
তোমার কবিতাগুলো যেন
শূন্য মনে
পায়রার মতো চলে উড়ে
চারপাশে।
কয়েকটা পাতা ঠোঁট থেকে
খসে গেলে
উতলা বাতাসে নিয়ে যায়
এক নিঃশ্বাসে।
মেঘেদের সিঁড়ি বেয়ে তোমাকে
না পেয়ে
একেলা চলেছি এক ফালি
রোদ ছুঁতে।
তোমাকে রামধনু রঙে আঁকি
মনে মনে
দিগন্ত পূর্ণ হলো তোমার
হাসিতে।
তুমি আসবে বলে আমি
এসেছিলাম
কথা ছিল তোমাতে আমাতে
যাব মিশে।
হৃদয়ের ভাঙ্গা গড়া দিয়ে
লিখি নাম।
সে নাম তোমার, বৃষ্টি হয়ে
ঝরে ঘাসে।
Comments
Post a Comment