কে জানে কেন আকাশ দিয়ে
বেঁধে দিলে দৃষ্টিসীমা।
যদি চোখ দিলে, কেন দেখালে না
কেমন তোমার শ্যামা।
নানা রঙের ফুলের আসর,
দিনের আলোয় লাগে ভালো।
রঙিন ফুলের গন্ধজীবী ভ্রমরেরা
কেন কালো।
সময়ের হাত ধরেছি বলে আর
যাবে না থামা।
মহাকাশের কোণে কোণে দাঁড়িয়ে
কে তুমি বামা।
প্রলয় অন্ধকারে কাজল চোখে,
হাতে বরাভয়, হাসিতে ক্ষমা।
যখন সন্ধ্যার ঘণ্টা বাজে মন্দিরে
তখন আমি তোমায় খুঁজি বাসে,
ট্রেনে, ট্রামে
অগণিত জনতার ভিড়ে।
মরণের খাতায় একে একে জীবন
করেছি জমা।
Comments
Post a Comment