তোমাকে মনের খাতায় এঁকে চলি।
সেখানে আমার আকাশ,
মেঘ চায় তার রঙে তোমাকে ফুটিয়ে
তুলি।
কথার সাগর, সাঁতার কেটে
পেরিয়ে গেলে,
নিঃশব্দ স্নিগ্ধ আলোর দিগন্ত
যাবে খুলে।
কথামালার মালা হয়ে
এসো দুজনে সেখানে দুলি।
কিছুটা পথ, কিছুটা প্রান্তর
কে যেন স্বপ্ন দিয়ে চোরাবালিতে
বেঁধে দিল ঘর।
ক্লান্ত চরণ দুয়ার গিয়েছে ভুলি।
আশার কথায় তবু মন ভেজে।
যদি আশা হয়ে দুয়ারে দাঁড়াও
অপরূপ সেজে।
চোখে চোখ রাখো, বিনম্র ঠোঁটে
ভালোবাসা এঁকে দিয়ে
আজ আমি চলি।
Comments
Post a Comment