যদি বলো, আজ আর কথা নয়, কথা নয়।
দূর আকাশের কাছে যেতে, গিয়েছি হারিয়ে।
মনে করো, আমি এক মহাজাগতিক ব্যথা।
হঠাৎ জেগেছি তোমাতে, রাতের কথা হয়ে।
দেখেছি তোমার চোখে নামহীন সভ্যতা।
জানিনা চলেছি, কত আলোকবর্ষ পেরিয়ে।
যদি ভাবো, এখানে জীবন হলো অভিনয়
অবিনাশী পাখী হয়ে, উড়ে যেও দোল খেয়ে।
কয়েকটা সোনালী বিকেল, জীবনের হার
উপহার হয়ে, তোমার গলায় থাক পড়ে।
কয়েকটা ইঙ্গিত ছিল বার্তা বাহক,
কয়েকটা সঙ্গীত, প্রজাপতি হয়ে ওড়ে।
যদি ঘর নাহি চাও, তবে তাই হোক।
ঝড় থেমে গেলে, এই অসীম অন্ধকারে
ফিরে যাব ভালোবেসে, মেনে নেব হার।
ইচ্ছেরা ডানামেলে মারা যাক, বালুচরে।
Comments
Post a Comment