ওগো ঈশ্বর
শুধু বলে দাও এইটুকু,
এই মর অলকায়, কবে আমি তোমার সমান
হবো অবিনশ্বর।
এখানে যে আকাশে তুমি করো বাস,
তারই নীচে, আমি বেঁধেছি ঘর।
এখানে পাহাড়ের বুকে জেগে শীতল রুক্ষতা,
কোথায় করবো চাষ,
তাই আমি, হৃদয় রেখেছি ঊর্বর।
সারাদিন ধরে দেখি কত পাখীদের
আনাগোনা।
হঠাৎ বাতাসে, ঝরা পাতা উড়ে এসে
চেয়ে গেল ঠিকানা।
জল নেই, তাই কালো মেঘ খুঁজি, মেঘেরা
ছোটাবে ঝড়।
একই আকাশ তোমার আমার, শুধু তুমি
থাকো ওপরে, আমি নীচে।
একই মন নিয়ে দুজনেই আছি, একই চাওয়া পাওয়া,
শুধু তুমি বাঁচো আর আমাকে
মারো মিছে।
মিলনের পরাগ রেণু নিয়ে উড়ে চলে ভ্রমর
বাতাসে করে ভর।
তুমি কখনও নীল, কখনও সবুজের
সমাহার।
রঙ দিয়ে আমি তোমাকে চিনেছি, জলরঙে আজ
দিগন্ত মেনেছে হার।
শুধু ক্লান্ত হৃদয় টিক টিক করে চলেছে
সময় গুনে,
স্তব্ধ হয়েছে প্রহর।
Comments
Post a Comment