হৃদয় তোমাকে দিলাম
শুনেছো তুমি।
মরুভূমি নয়, এ আমার
বধ্যভূমি।
বুকে জমেছে শুন্যতা, চাঁদ
ওঠে ফালি।
সার দিয়ে চলে উট, পায়ে
ওড়ে বালি।
কতো মুখ আসে চেনা
অচেনার ভিড়ে।
তার মাঝেও তোমাকে খুঁজে
চলি ধীরে।
মনে পড়ে ছেলেবেলা, বৃষ্টি
ভেজা দিন।
কেটে যেত পথে, স্মৃতি
আছে অমলিন।
আজও প্রত্যাশা জেগে ওঠে
প্রতি রাতে।
নিশাচর চাঁদ, রাত দেখি
আয়নাতে।
স্বপ্নগুলো সাদা মেঘ হয়ে
ভেসে যায়।
মরু শিয়ালের গল্প বাতাসে
হারায়।
আমিও চলি উটের মতো
গ্রীবা তুলে।
চকিত চাহনী লেগে তোমার
কাজলে।
আমার হৃদয় রেখো তোমার
আঁচলে।
কল ঘরে জল, বনফুল
ভিজে চুলে।
Comments
Post a Comment