তোমার ছায়ার সাথে আমার ছায়া
খেলে রোদ্দুরে।
তখন ও বুঝিনি এইসব খেলাগুলো
কিছু কিছু সম্পর্ক বুনে দিয়ে যায়
অজান্তে, নিঃসঙ্গ দুপুরে।
বিকালের চেনা আলোয় দেখি
গভীর সমুদ্র দোলে তোমার চোখে,
নীল জল ডাকে আমায়।
তোমার চোখের তারায় আজ
পূর্ণিমা পেতেছে ফাঁদ।
আমাকে হাতছানি দিয়ে ডাকে
সমুদ্র চাঁদ, আর এক নিশি
ডাকা রাত।
আরও এক আসন্ন ঝড় অনুভব
করি চেতনায়।
কতো হাজার বছরের মন নিয়ে
সুমেরু বৃত্তে জমে থাকা বরফের মতো
আমিও উত্তাপে গলে যেতে চাই।
মন খারাপের বার্তা পাঠিয়েছি
তোমার ঠিকানায়।
আমি চলে যাবো অনেকদূরে
ওই নীল তারাদের দেশে।
সেখানে তারাদের নীল আলো মেখে
ফিরে এসে ডুব দেব তোমার চোখে।
ঘুমন্ত ঝিনুকের খোঁজে,
এক নিস্তব্ধ হিম শীতল সমুদ্র জেগে
আছে, মনের আয়নায়।
Comments
Post a Comment