তোমাকে খুঁজি আমি হাজারো
মানুষের ভীড়ে।
গ্রামে, গঞ্জে, শহরে ও নগরে।
দেখেছি কতো চেনা ও অচেনা মুখ
দেখেছি কত আশা নিরাশায়
দোলে সুখ।
ভালোবাসার খোঁজে কতো নৌকা
ডোবে মাঝ দরিয়ায়।
শুধু তুমি হারিয়ে গেলে ধীরে
হৃদয়ের গভীরে, পাতা ঝরা রাস্তায়।
আজ আমিও নিজেকে খুঁজি।
আমার ধমনীর অন্তর্গত রক্ত ধারায়
কারা যেন কথা কয়।
কোন মৃত সভ্যতার উত্তরাধিকার নিয়ে,
প্রেম, ফসল ও শিল্পের অধিকার নিয়ে,
কারা যেন করে উতপ্ত বাক্য
বিনিময়।
আজও ইতিউতি, এখানে ওখানে
শিউলি ঝরে।
আজও আমার বন্ধ জানালাটা খুলে যায়
দুপুরেরে আলতো বাতাসে, তোমাকে
পেতে চায় ফিরে।
কয়েকটা জীবাশ্ম ফসিলের মাঝে
পড়ে থাকা করোটিকে হাতে তুলে নিয়ে
প্রশ্ন করি, কে তুমি?
করোটি হেসে বলে, চিনতে পারনি নিজেকে।
তুমিই আমি।
এই অনন্ত প্রবহমান সময়ের ধারায়
আজ তুমি এসেছ ফিরে
নিজের কাছে।
তোমার অতীত হয়ে বহু যুগ ধরে
আমি খোলা মাঠে হিমায়িত হয়ে আছি
শিশিরে শিশিরে।
Comments
Post a Comment