তোমার কাছের আকাশ হতে চেয়ে
আমি চলেছি বহুদূরে,
লাল কাঁকরের পথ ধরে।
জানিনা তুমি বন্ধু হবে কিনা।
জানিনা তুমি আকাশ ভালোবাস কিনা।
এখানে আকাশ অস্তরাগে লালে লাল।
এখানে ছায়া ঘেরা পথে ঠায় একপায়ে
দাঁড়িয়ে সারি সারি তাল।
এখানে গানে গানে হাওয়া ছোটে ঝাউবনে
এখানে মনের নেই সীমানা।
পিঁপড়ের সারির মতো শ্রেণীবদ্ধ মনে
শরীরের রেখা ধরে তোমাকে খুঁজেছি
এতকাল।
সকালে ভোরের সাথে ভাব হলো দূপূরের,
তাই বুঝি রাগ করেছে বিকাল।
কথা ছিল,সকালে ঘূম থেকে তোমাকে
ডেকে দেবে আয়না।
তোমার চোখের কালিতে তুমি লিখে নেবে
আমার ঠিকানা।
হয়তো এ পথ আমার নয়।
তাই হয়তো এ পথে আর ফিরব না।
এপথে আছে এক সব খোয়ানোর নদী,
বয়ে নিয়ে যাবে যত ব্যথা বেদনা।
আমি যাব দূরে, বহুদূরে
যেখানে আকাশে রামধনু দেয় না
কাউকে ফাঁকি।
পাখী হয়ে উড়ে সেখানে আমার কাছে
তুমি যাবে নাকি।
আজ হঠাৎ ইছা হোল, হবো
তোমার আকাশ।
যে আকাশের নীচে তোমার পূর্ণ প্রকাশ।
যে আকাশের নীচে তোমার হাসি কান্না
মেঘ বৃষ্টি হয়ে ওড়ে।
সে আকাশের নীচে, তুমি আমি দুজনে
হেঁটে যাবো হাত ধরে।
সেখানে সামনে পড়ে থাকবে বইয়ের
খোলা পাতার মতো, আর এক
দিগন্ত হারানো আকাশ।
Comments
Post a Comment