জড়ের আলো হতে চেয়ে
আমি ছুটে চলি,
হতে চাই আকাশের তারা।
তোমার বিরাট পথে,
আমি চলি শামুকের মতো কোন মতে
নিজেকে জড়ের মতো
লাগে গতিহারা।
কবে থেকে আমিও চলেছি পথে
পথও আমায় নিয়ে চলে সাথে সাথে।
গাছের পাতার মতো
টুপ টাপ করে ঝরে আমার স্বপ্ন যতো।
মায়াবী রাতের আলোয়
আমাকে করে কি ঈশারা।
চোখের মন নেই, তবু চোখ হাসে।
মনের চোখ আছে, তবু মন চলে পরবাসে।
কথার পাহাড় ভেঙ্গে যেতে
কয়েকটা জোনাকির আলো
উড়ে এলো ভাবনাতে,
দুটি পাখী বলে গেল, একদিন
হবে তারা।
সারা রাত ধরে ঝড় বয়ে গেল বুকে
বলে গেল কত না বলা কথা দুখে।
জানালাটা খুলে দেখি পড়ে আছে
দুটো পাতা, ঝরা।
Comments
Post a Comment