স্বপ্নে দেখেছি তোমাকে কাল
রাতে।
দেখেছি, যেন আমি আর তুমি
আর আমাদের নিয়তি চলছে
একসাথে।
যে আকাশের নিচে আমি থাকি
সেখানে অন্ধকার।
সেই একই আকাশ জোছনায় ভরা রাত
তোমাকে দিয়েছে উপহার।
সব কিছু মেনে নিয়ে কিছু প্রশ্ন, ঘুম
ভাঙলো মাঝরাতে।
এ জীবনের গল্প তোমার আর আমার
এখানে হয়েছে ভালোবাসার হার।
শুধু কয়েকটা কথা মালা হয়ে, প্রণয়ের
বরমাল্য দিল, সময়ের গলাতে।
Comments
Post a Comment