একফোঁটা চোখের জলের কী দাম দেবে,
তুমি বলো।
যদি তাজমহল দেখে থাকো
বুঝে যাবে, পাথরের চোখও কাঁদতে পারে।
বুঝি, নীল জোছনায় ডুবে, মরণের
ভয় পেলো।
একটা ছাঁকনি দিয়ে হৃদয়কে ছেঁকে নিলে
ভালো হবে ভালোবাসা।
একফোঁটা শিশির না পেলে ফুলের হৃদয়
শুকিয়ে যাবে।
একফোঁটা বৃষ্টির জন্য নদী ও অরণ্যের
বুকে জাগবে, হতাশা।
ভালোবেসে, নীল যমুনার জল, একবার
ছুঁয়ে দেখি চলো।
ধরণীর ধুলায়, আমি তোমায় পূজো করেছি,
না পেয়ে দেবতা, কাছাকাছি।
তোমাকে ভালোবাসে, আমি দেবতার কাছে
পৌঁছাতে চেয়েছি।
হৃদয়কে হাতে নিয়ে, একফোঁটা অশ্রু
তাতে ঢেলো।
Comments
Post a Comment