কোথা থেকে শুরু হয় জীবন,
কোথায় হবে এর শেষ।
মাঝের কটা দিন
সুখ দুঃখ নিয়ে কেটে গেল
পেলাম অশেষ ক্লেশ।
কেউ খোঁজে জীবনের মানে
অভিধানে।
কেউ খোঁজে কবিতায়, কেউ
খোঁজে দর্শনে।
আমি সাগরকে প্রশ্ন করলাম,
সাগর বলল, কে জানে।
আমি উড়ন্ত মেঘের কাছে ছুটে গেলাম
এক নিঃসঙ্গ সারসের মতো,
জীবনের সন্ধানে।
তারপর, তোমাকে প্রশ্ন করলাম,
তোমার চোখের জল বলে দিল, ভালোবাসা
জানে জীবনের মানে।
কত সাধকের সাধনা হয়ে গেল নীরব
সে সত্য থেকে যাবে চিরগোপন,
শুধু ভক্তের অক্ষয় অশ্রু ঝরণা হয়ে
হারালো গহনে।
আমি ঝরাপাতা কে প্রশ্ন করলাম,
ঝরাপাতা বলল, মরণ জানে।
Comments
Post a Comment